Ajker Patrika

‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে গৃহবধূর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫: ২৭
‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রিমি খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোর ৪টায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত রিমি সাকোয়া অর্জুনগাড়ী গ্রামের সৌদিপ্রবাসী রুবেল আকন্দের স্ত্রী এবং এক সন্তানের জননী। 

এলাকাবাসী জানান, চার বছর আগে রুবেলের সঙ্গে রিমির বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সন্তান জন্মের পর তাঁর স্বামী সৌদি আরবে পাড়ি জমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্বামীর বাড়িতেই রিমি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে মারা যান।

এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, পরিবারের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত