বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষ্মীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
ওই নারীর নাম ফারজানা আক্তার পিয়া (২২)। তিনি উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।
আটক ভ্যানচালকের নাম বুলবুল (৩০)। তিনি উপজেলার মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
নিহতের স্বজনেরা বলছেন, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে পিয়া বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন। চার দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে পিয়া ইপিজেড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারিচালিত ভ্যানে উঠে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মধ্যে পাট ও ধান খেতের আইলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষ্মীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
ওই নারীর নাম ফারজানা আক্তার পিয়া (২২)। তিনি উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।
আটক ভ্যানচালকের নাম বুলবুল (৩০)। তিনি উপজেলার মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
নিহতের স্বজনেরা বলছেন, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে পিয়া বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করেন। চার দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে পিয়া ইপিজেড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারিচালিত ভ্যানে উঠে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মধ্যে পাট ও ধান খেতের আইলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’
বাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
৫ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগেবরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।
১৬ মিনিট আগে