Ajker Patrika

রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপির কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপির কর্মী খুন

কথা-কাটাকাটির জেরে রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপির এক কর্মী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০), তিনি উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। 

জানা যায়, রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগ কর্মী একসার আলীর সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হতো বিএনপির সমর্থক সাদ্দাম হোসেনের। আজ সন্ধ্যায় আবারও বাড়ির সামনে দুজনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে সাদ্দামকে কোপাতে শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই মো. বুলবুল (৪৫) গুরুতর আহত হন। 

পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই সাদ্দামের মৃত্যু হয়। আহত বুলবুলকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত একসার আলীকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।’ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত