নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে কিস্তি আদায়ের বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জুয়েল রানা বেসরকারি সংস্থা মৌসুমী এনজিওর মাঠকর্মী ছিলেন।
অভিযোগ উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর কাছে কিস্তি আদায়ের বই নিতে যান জুয়েল রানা। এ সময় বাড়িতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গৃহবধূ জুয়েল রানাকে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নকক্ষে কিস্তির বই আনতে যান। এ সময় জুয়েল রানা শয়নকক্ষে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এলে জুয়েল পালিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘জুয়েলের বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ব্যবস্থাপক শামীম হোসেনের কাছে অভিযোগ দিলে কোনো প্রতিকার হয়নি। জুয়েলকে অন্যত্র (অন্য কার্যালয়ে) সরিয়ে দেয়। থানায় অভিযোগ দেওয়ায় এনজিও কর্মকর্তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’
এনজিওটির ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘এ ঘটনা জানার পর মাঠকর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী গৃহবধূকে হুমকি দেওয়ার বিষয় জানতে চাইলে ব্যবস্থাপক শামীম হোসেন কোনো মন্তব্য না করে কল কেটে দেন।
জুয়েল রানা বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধূর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই, তখন গৃহবধূ তাঁর বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে। আমি ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেনি। এ ঘটনা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে গতকাল বৃহস্পতিবার আমাকে চাকরি থেকে বের দেন।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের নলডাঙ্গায় এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে কিস্তি আদায়ের বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জুয়েল রানা বেসরকারি সংস্থা মৌসুমী এনজিওর মাঠকর্মী ছিলেন।
অভিযোগ উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর কাছে কিস্তি আদায়ের বই নিতে যান জুয়েল রানা। এ সময় বাড়িতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গৃহবধূ জুয়েল রানাকে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নকক্ষে কিস্তির বই আনতে যান। এ সময় জুয়েল রানা শয়নকক্ষে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এলে জুয়েল পালিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘জুয়েলের বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ব্যবস্থাপক শামীম হোসেনের কাছে অভিযোগ দিলে কোনো প্রতিকার হয়নি। জুয়েলকে অন্যত্র (অন্য কার্যালয়ে) সরিয়ে দেয়। থানায় অভিযোগ দেওয়ায় এনজিও কর্মকর্তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’
এনজিওটির ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘এ ঘটনা জানার পর মাঠকর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী গৃহবধূকে হুমকি দেওয়ার বিষয় জানতে চাইলে ব্যবস্থাপক শামীম হোসেন কোনো মন্তব্য না করে কল কেটে দেন।
জুয়েল রানা বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধূর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই, তখন গৃহবধূ তাঁর বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে। আমি ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেনি। এ ঘটনা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে গতকাল বৃহস্পতিবার আমাকে চাকরি থেকে বের দেন।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে