নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে কিস্তি আদায়ের বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জুয়েল রানা বেসরকারি সংস্থা মৌসুমী এনজিওর মাঠকর্মী ছিলেন।
অভিযোগ উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর কাছে কিস্তি আদায়ের বই নিতে যান জুয়েল রানা। এ সময় বাড়িতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গৃহবধূ জুয়েল রানাকে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নকক্ষে কিস্তির বই আনতে যান। এ সময় জুয়েল রানা শয়নকক্ষে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এলে জুয়েল পালিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘জুয়েলের বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ব্যবস্থাপক শামীম হোসেনের কাছে অভিযোগ দিলে কোনো প্রতিকার হয়নি। জুয়েলকে অন্যত্র (অন্য কার্যালয়ে) সরিয়ে দেয়। থানায় অভিযোগ দেওয়ায় এনজিও কর্মকর্তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’
এনজিওটির ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘এ ঘটনা জানার পর মাঠকর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী গৃহবধূকে হুমকি দেওয়ার বিষয় জানতে চাইলে ব্যবস্থাপক শামীম হোসেন কোনো মন্তব্য না করে কল কেটে দেন।
জুয়েল রানা বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধূর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই, তখন গৃহবধূ তাঁর বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে। আমি ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেনি। এ ঘটনা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে গতকাল বৃহস্পতিবার আমাকে চাকরি থেকে বের দেন।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের নলডাঙ্গায় এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে কিস্তি আদায়ের বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জুয়েল রানা বেসরকারি সংস্থা মৌসুমী এনজিওর মাঠকর্মী ছিলেন।
অভিযোগ উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর কাছে কিস্তি আদায়ের বই নিতে যান জুয়েল রানা। এ সময় বাড়িতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গৃহবধূ জুয়েল রানাকে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নকক্ষে কিস্তির বই আনতে যান। এ সময় জুয়েল রানা শয়নকক্ষে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এলে জুয়েল পালিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘জুয়েলের বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ব্যবস্থাপক শামীম হোসেনের কাছে অভিযোগ দিলে কোনো প্রতিকার হয়নি। জুয়েলকে অন্যত্র (অন্য কার্যালয়ে) সরিয়ে দেয়। থানায় অভিযোগ দেওয়ায় এনজিও কর্মকর্তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’
এনজিওটির ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘এ ঘটনা জানার পর মাঠকর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী গৃহবধূকে হুমকি দেওয়ার বিষয় জানতে চাইলে ব্যবস্থাপক শামীম হোসেন কোনো মন্তব্য না করে কল কেটে দেন।
জুয়েল রানা বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধূর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই, তখন গৃহবধূ তাঁর বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে। আমি ওই গৃহবধূকে শ্লীলতাহানি করেনি। এ ঘটনা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে গতকাল বৃহস্পতিবার আমাকে চাকরি থেকে বের দেন।’
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ রায় দেন। একই সঙ্গে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেটানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাইজদী আবহাওয়া অফিসে ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
১৯ মিনিট আগেফায়ার অ্যালার্মের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ফরেন সার্ভিস একাডেমিকে অনুরোধ করেন। আজ সোমবার দুপুরে বিরতির পরে তিনি এ কথা বলেন।
২১ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন দুই যুবক। এ ঘটনায় থানায় মামলা করা হলে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ব শিয়ালাপাড়া গ্রামে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব শিয়ালা গ্রামের মৃত ইব
২২ মিনিট আগে