Ajker Patrika

বগুড়ায় মহাসড়কে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

বগুড়া (শেরপুর) প্রতিনিধি
হাসপাতালে আহত নাহিদ। ছবি: সংগৃহীত
হাসপাতালে আহত নাহিদ। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে মহাসড়কে মো. নাহিদ (৩০) নামের এক চালককে কুপিয়ে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাহিদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের বাসিন্দা। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়েছেন। পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, নাহিদের ডান কবজি এবং বাঁ কানের পেছনে গভীর ক্ষত হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত নাহিদ বলেন, ধুনট রোড বাসস্ট্যান্ড থেকে এক যুবক যাত্রীবেশে তাঁর অটোরিকশায় ওঠেন। শহরের কলেজ রোডে যাওয়ার পথে উপজেলা গেটের সামনে পৌঁছালে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারসহ অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত