Ajker Patrika

ওমরাহ পালনে গিয়ে ৯ মাস ধরে নিখোঁজ সিরাজগঞ্জের আজিজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
ওমরাহ পালনে গিয়ে ৯ মাস ধরে নিখোঁজ সিরাজগঞ্জের আজিজ

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ৯ মাস নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামগোপ গ্রামের আজিজ খান (৭০) নামের এক বৃদ্ধ। দীর্ঘ সময় ধরে স্বজনের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার। 

এদিকে নিখোঁজ আজিজ খানের ছেলে আবুল হাসেম খান ধর্ম মন্ত্রণালয়ে এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সি কোম্পানি ‘শিমন ওভারসিজ এক্সপ্রেসকে’ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়েছে। 

আজিজ খানের মেজ ছেলে আবু হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর রমজান মাসের প্রথম দিনে আমার বড় ভাই বাবাকে আবু রায়হান খান ইয়াকুব নামের মোয়ালেমের কাছে পৌঁছে দিয়ে আসেন। এরপর ইয়াকুব তাঁকে ঢাকায় নিয়ে যান। আমি এয়ারপোর্টে দেখা করার জন্য মোয়ালেম ইয়াকুবকে ফোন দিয়ে বাবাকে মোবাইল দিতে বললে তিনি বলেন, “উনি ঘুমিয়ে আছেন। ” এরপর সৌদি আরবে পৌঁছার পরও আমাদের ফোন করে জানানো হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘গত অক্টোবর মাসের শেষ দিকে সৌদি অ্যাম্বাসি থেকে আমাকে ফোন দিয়ে বলে বাবা মারা গেছেন। মরদেহ সেখানে দাফনের জন্য তারা একটা স্বাক্ষর দিতে বলেন। আমি মরদেহের ছবি বা ফুটেজ চাইলে তারা দেননি। এ কারণে বারবার ফোন দিলেও আমি সেখানে স্বাক্ষর দিতে যাইনি।’ 

আবু হাসেম খান বলেন, ‘সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা গ্রামের আসলাম উদ্দিন নামের এক অ্যাম্বাসি কর্মকর্তা গ্রামে এলে তাঁর বাসায় যাই। পরে চাচার অনুরোধে স্বাক্ষর দেই। পরে নাকি দাফন করা হয়েছে, শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত