Ajker Patrika

শিবগঞ্জে মারামারি থামাতে গিয়ে একজন খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে মারামারি থামাতে গিয়ে একজন খুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারামারি থামাতে গিয়ে মো. মজনু আলী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু আলী উপজেলার শাহবাজপুরের আজমতপুর গ্রামের মৃত আকিব মোল্লার ছেলে। 

নিহতের ছেলে আতিক হোসেন বলেন, পার্শ্ববর্তী সোহেলের সঙ্গে দানেস আলীর জমির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ দেখে উভয় পক্ষকে থামাতে যান মজনু আলী। এ সময় দানেসের লোকজন মজনু আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেন। 

শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মনিরুল ইসলাম বলেন, সোহেল ও দানেসের বাড়ির সীমানা প্রাচীর নিয়ে ঝামেলা মেটাতে একাধিকবার সমাধানে বসা হয়েছিল। তাঁর উভয় পক্ষের কেউ সমাধান মেনে নেয়নি। যার কারণে তুচ্ছ ঘটনায় একজনকে হত্যা করা হল। 

ইউপি সদস্য আরও বলেন, মারামারি করল দুই পক্ষ তা থামাতে গিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ গেল। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। 

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে অভিযুক্ত সবাই পলাতক রয়েছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত