Ajker Patrika

গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৫: ০৩
Thumbnail image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হন। 

নিহতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী গ্রামের বাসিন্দা মাইনুল হাসান (৭০) ও তাঁর স্ত্রী রওশন আরা (৬৫)। 

আহত ব্যক্তি হলেন প্রাইভেট কারের চালক আনিছুর রহমান। তিনি নড়াইলের নয়াগাতীর বাওসোনা গ্রামের বাসিন্দা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট কারে করে মাইনুল হাসান ও তাঁর স্ত্রী রওশন আরা ঢাকা থেকে নওগাঁর বদলগাছিতে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। 

পরে আহত বাকি দুজনকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান মাইনুল হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত