চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ককটেল হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের চৌধুরী মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে আব্দুস সালামের কোনো ক্ষতি না হলেও তাঁর গাড়িচালক আব্দুর রহিম ও জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. জনিফ, আব্দুল মতিন ও মোহাম্মদ সিজার। গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বর্ণনায় গাড়ি চালক আব্দুর রহিম জানিয়েছিলেন, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেটকারে শিবগঞ্জের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে চৌধুরীর মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়ি লক্ষ্য করে অন্তত ১০টি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে গাড়ির গ্লাস ভেদ করে ককটেলের স্প্লিন্টার তার ডান হাতে লেগে আহত হন। গাড়িতে থাকা জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশীদও আহত হয়েছেন। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাঁইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ককটেল হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের চৌধুরী মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে আব্দুস সালামের কোনো ক্ষতি না হলেও তাঁর গাড়িচালক আব্দুর রহিম ও জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. জনিফ, আব্দুল মতিন ও মোহাম্মদ সিজার। গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বর্ণনায় গাড়ি চালক আব্দুর রহিম জানিয়েছিলেন, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেটকারে শিবগঞ্জের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে চৌধুরীর মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়ি লক্ষ্য করে অন্তত ১০টি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে গাড়ির গ্লাস ভেদ করে ককটেলের স্প্লিন্টার তার ডান হাতে লেগে আহত হন। গাড়িতে থাকা জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশীদও আহত হয়েছেন। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২৩ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
২৫ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৩৬ মিনিট আগে