গণেশ দাস, বগুড়া
বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম পাঁচখুর। ৩০০ পরিবারের বসবাস এই গ্রামে। গ্রামটিতে ঢুকতেই সড়কের দুই পাশে দেখা মিলবে শত শত তালগাছ। গ্রামের লোকজন সড়কের পাশে, ফাঁকা জায়গায় ও পতিত জমিতে তালের বীজ রোপণ করে। এসব তালগাছের পাতার ডাঁটা থেকে বের করা আঁশ দিয়ে ঘরে বসেই নারীরা তৈরি করেন নানা রকমের শৌখিন তৈজসপত্র। স্থানীয় বাসিন্দারা জানান, নারীদের তৈরি করা এসব তৈজসপত্র দেশে চাহিদা কম থাকলেও দেশের বাইরে রয়েছে ব্যাপক চাহিদা।
পাঁচখুর গ্রামের বাসিন্দা হাদিসা বেগম নামের এক নারী জানান, তাঁর স্বামী দুবাই থাকেন। সংসারের কাজের ফাঁকে তালের পাতার আঁশ দিয়ে তৈরি করেন টেবিল ম্যাট। প্রতিদিন চারটি টেবিল ম্যাট তৈরি করে তিনি আয় করেন ১৫০ টাকা।
বৃষ্টি খাতুন নামের এক নারী জানান, ১২ বছর আগে পাঁচখুর গ্রামে বিয়ে হয় তাঁর। শ্বশুরবাড়ি আসার পর দেখতে পান শাশুড়ি-ননদ থেকে শুরু করে প্রতিবেশী সব নারী তালগাছের আঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন। তাঁদের দেখে বৃষ্টি বেগমও এই কাজ শুরু করেন। বৃষ্টি খাতুন বলেন, ‘অবসর সময়ে পণ্য তৈরি করে টাকা পাই। এতে স্বামীর কাছে টাকা চাইতে হয় না।’
বৃষ্টির মতোই পাঁচখুর গ্রামের পারভিন খাতুন, কুলসুম বিবি, মায়া বেগম, লাভলী বেগম ও মিনারা বেগম তালপাতার ডাঁটার আঁশ দিয়ে টুপি, টেবিল ম্যাট, ঝুড়িসহ নানা ধরনের খেলনা এবং ঘরে ব্যবহারিক তৈজসপত্র বানাচ্ছেন।
এসব তৈজসপত্র বানানোর কারিগরেরা জানান, গ্রামের সব বাড়িতেই তালপাতার ডাঁটা থেকে পাওয়া আঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি হয় বছরের বারো মাস। তালপাতার ডাঁটা কিছুটা শুকানোর পর হাতুড়ি দিয়ে থেঁতলে আঁশ বের করা হয়। পরে তা রোদে শুকিয়ে তৈরি করা হয় হরেক রকম তৈজসপত্র।
পাঁচখুর গ্রামের তৈরি এসব পণ্য সংগ্রহ করে রপ্তানিকারকদের সরবরাহ করেন স্থানীয় বাসিন্দা ইউনুস আলী। তিনি বলেন, গ্রামের এই শিল্প প্রায় শত বছরের পুরোনো। এক সময় টুপি এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য তৈরি হতো স্বল্প পরিসরে। দিনে দিনে চাহিদা বাড়ায় এখন তৈরি হচ্ছে বাহারি পণ্য। এই পণ্য এখন দেশ ছাড়িয়ে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে রপ্তানি হচ্ছে।
ইউনুস বলেন, ‘আমার বাবা ছহির উদ্দিন ৫০ বছর এই পেশায় ছিলেন। বাবাও তালের আঁশ দিয়ে টুপি তৈরি করতেন। বাবা ও দাদার পেশা ধরে রাখতে আমিও এই পেশায় যুক্ত হয়েছি। তবে আমি নিজে তৈরি করি না। কর্মীদের মাধ্যমে তৈরি করে বিক্রি করি।’
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমান বলেন, ‘এই গ্রামের তৈরি করা পণ্য পরিবেশবান্ধব। গ্রামের প্রতিটি পরিবার স্বাবলম্বী হওয়ায় তাদের ঋণের প্রয়োজন হয় না। এ কারণে তারা বিসিকের সহযোগিতা নিতে আসেনি। তার পরেও গ্রাম পরিদর্শন করে তাদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম পাঁচখুর। ৩০০ পরিবারের বসবাস এই গ্রামে। গ্রামটিতে ঢুকতেই সড়কের দুই পাশে দেখা মিলবে শত শত তালগাছ। গ্রামের লোকজন সড়কের পাশে, ফাঁকা জায়গায় ও পতিত জমিতে তালের বীজ রোপণ করে। এসব তালগাছের পাতার ডাঁটা থেকে বের করা আঁশ দিয়ে ঘরে বসেই নারীরা তৈরি করেন নানা রকমের শৌখিন তৈজসপত্র। স্থানীয় বাসিন্দারা জানান, নারীদের তৈরি করা এসব তৈজসপত্র দেশে চাহিদা কম থাকলেও দেশের বাইরে রয়েছে ব্যাপক চাহিদা।
পাঁচখুর গ্রামের বাসিন্দা হাদিসা বেগম নামের এক নারী জানান, তাঁর স্বামী দুবাই থাকেন। সংসারের কাজের ফাঁকে তালের পাতার আঁশ দিয়ে তৈরি করেন টেবিল ম্যাট। প্রতিদিন চারটি টেবিল ম্যাট তৈরি করে তিনি আয় করেন ১৫০ টাকা।
বৃষ্টি খাতুন নামের এক নারী জানান, ১২ বছর আগে পাঁচখুর গ্রামে বিয়ে হয় তাঁর। শ্বশুরবাড়ি আসার পর দেখতে পান শাশুড়ি-ননদ থেকে শুরু করে প্রতিবেশী সব নারী তালগাছের আঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন। তাঁদের দেখে বৃষ্টি বেগমও এই কাজ শুরু করেন। বৃষ্টি খাতুন বলেন, ‘অবসর সময়ে পণ্য তৈরি করে টাকা পাই। এতে স্বামীর কাছে টাকা চাইতে হয় না।’
বৃষ্টির মতোই পাঁচখুর গ্রামের পারভিন খাতুন, কুলসুম বিবি, মায়া বেগম, লাভলী বেগম ও মিনারা বেগম তালপাতার ডাঁটার আঁশ দিয়ে টুপি, টেবিল ম্যাট, ঝুড়িসহ নানা ধরনের খেলনা এবং ঘরে ব্যবহারিক তৈজসপত্র বানাচ্ছেন।
এসব তৈজসপত্র বানানোর কারিগরেরা জানান, গ্রামের সব বাড়িতেই তালপাতার ডাঁটা থেকে পাওয়া আঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি হয় বছরের বারো মাস। তালপাতার ডাঁটা কিছুটা শুকানোর পর হাতুড়ি দিয়ে থেঁতলে আঁশ বের করা হয়। পরে তা রোদে শুকিয়ে তৈরি করা হয় হরেক রকম তৈজসপত্র।
পাঁচখুর গ্রামের তৈরি এসব পণ্য সংগ্রহ করে রপ্তানিকারকদের সরবরাহ করেন স্থানীয় বাসিন্দা ইউনুস আলী। তিনি বলেন, গ্রামের এই শিল্প প্রায় শত বছরের পুরোনো। এক সময় টুপি এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য তৈরি হতো স্বল্প পরিসরে। দিনে দিনে চাহিদা বাড়ায় এখন তৈরি হচ্ছে বাহারি পণ্য। এই পণ্য এখন দেশ ছাড়িয়ে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে রপ্তানি হচ্ছে।
ইউনুস বলেন, ‘আমার বাবা ছহির উদ্দিন ৫০ বছর এই পেশায় ছিলেন। বাবাও তালের আঁশ দিয়ে টুপি তৈরি করতেন। বাবা ও দাদার পেশা ধরে রাখতে আমিও এই পেশায় যুক্ত হয়েছি। তবে আমি নিজে তৈরি করি না। কর্মীদের মাধ্যমে তৈরি করে বিক্রি করি।’
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমান বলেন, ‘এই গ্রামের তৈরি করা পণ্য পরিবেশবান্ধব। গ্রামের প্রতিটি পরিবার স্বাবলম্বী হওয়ায় তাদের ঋণের প্রয়োজন হয় না। এ কারণে তারা বিসিকের সহযোগিতা নিতে আসেনি। তার পরেও গ্রাম পরিদর্শন করে তাদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
১ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে