তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে