তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের সবজিখেতের জায়গা দখল করে দলের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সেলিম রেজা। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে।
ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রায় ১২ বছর আগে বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। সেখানে বর্তমানে সবজির চাষাবাদ করেছেন। গত রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শ্রীকৃষ্ণপুর গ্রামে স্থানীয় আওয়ামী নেতা সেলিম রেজা ও তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন জোর করে ওই সবজি বাগানে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেন। প্রতিবাদ করতে গেলে তাঁরা সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীকে মারধর করেন ও হুমকি দেন।
সাইনবোর্ড টাঙানোর কথা স্বীকার করে অভিযুক্ত সেলিম রেজা বলেন, ‘ওই জমির পাশেই ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সিদ্দিকুর রহমানের নিজস্ব জমি বাদে যেটুকু সরকারি খাসজমি রয়েছে, সেখানেই সাইনবোর্ড লাগানো হয়েছে।’
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলন চন্দ্র বসাক বলেন, ‘আমার জানামতে রাস্তার পাশের ওই জমিতে মাটি ভরাট করে সিদ্দিকুর দীর্ঘদিন ধরে সবজির আবাদ করছেন। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে আমি শুনেছি। সভাপতি হলেও বিষয়টি আমাকে জানানো হয়নি। তাঁরা তাঁদের ইচ্ছেমতো সেখানে সাইনবোর্ড ললাগিয়েছেন।’
তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন, সাইনবোর্ড লাগানোর বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। রেজাউল করিম বলেন, ‘সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁরা অতি উৎসাহী হয়ে করেছেন। সাইনবোর্ড লাগানো দলীয় কোনো সিদ্ধান্তে করা হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে একটা সমাধান করা হবে।’
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ‘সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের সবজিখেতের জায়গা দখল করে দলের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সেলিম রেজা। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে।
ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রায় ১২ বছর আগে বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। সেখানে বর্তমানে সবজির চাষাবাদ করেছেন। গত রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শ্রীকৃষ্ণপুর গ্রামে স্থানীয় আওয়ামী নেতা সেলিম রেজা ও তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন জোর করে ওই সবজি বাগানে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেন। প্রতিবাদ করতে গেলে তাঁরা সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীকে মারধর করেন ও হুমকি দেন।
সাইনবোর্ড টাঙানোর কথা স্বীকার করে অভিযুক্ত সেলিম রেজা বলেন, ‘ওই জমির পাশেই ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সিদ্দিকুর রহমানের নিজস্ব জমি বাদে যেটুকু সরকারি খাসজমি রয়েছে, সেখানেই সাইনবোর্ড লাগানো হয়েছে।’
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলন চন্দ্র বসাক বলেন, ‘আমার জানামতে রাস্তার পাশের ওই জমিতে মাটি ভরাট করে সিদ্দিকুর দীর্ঘদিন ধরে সবজির আবাদ করছেন। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে আমি শুনেছি। সভাপতি হলেও বিষয়টি আমাকে জানানো হয়নি। তাঁরা তাঁদের ইচ্ছেমতো সেখানে সাইনবোর্ড ললাগিয়েছেন।’
তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন, সাইনবোর্ড লাগানোর বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। রেজাউল করিম বলেন, ‘সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁরা অতি উৎসাহী হয়ে করেছেন। সাইনবোর্ড লাগানো দলীয় কোনো সিদ্ধান্তে করা হয়নি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে একটা সমাধান করা হবে।’
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ‘সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে