Ajker Patrika

একইস্থানে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি

নন্দীগ্রাম ও বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬: ২৯
Thumbnail image

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ বুধবার বেলা ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বেলা ৩টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের বিষয়ে আমরা ওসি সাহেবকে তিন দিন আগে জানিয়েছি। সেই অনুযায়ী আমাদের সব আয়োজন শেষ। এখন ১৪৪ ধারা জারি করায় আমরা প্রোগ্রাম করতে পারছি না।’

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, শোকের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে সমাবেশ আহ্বান করা হয়েছে। এখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, ‘শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দল একই সঙ্গে প্রোগ্রাম ঘোষণা করায় সেখানে সহিংসতার আশঙ্কা আছে বলে আমাকে জানান নন্দীগ্রাম থানার ওসি। তখন বেলা ১১টায় আমি ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা জারি করি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত