Ajker Patrika

বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি  
জামায়াত নেতা হাফিজুর রহমান। ছবি: আজকের পত্রিকা
জামায়াত নেতা হাফিজুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতার ওপর হামলাকারীদের শনাক্ত ও হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরকদ্রব্য পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা প্রয়োজন। এ জন্য আসামি হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা দরকার। এ জন্য জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আহত বিএনপি নেতা আজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব।

১৮ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত