Ajker Patrika

পাবনায় ধর্ষণের ৫ মাস পর গৃহবধূর মামলা, যুবক কারাগারে 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮: ৫৭
পাবনায় ধর্ষণের ৫ মাস পর গৃহবধূর মামলা, যুবক কারাগারে 

পাবনার চাটমোহরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শিপন সরকার (৫০) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিপন সরকার উপজেলার ধানকুনিয়া গ্রামের আলীমুদ্দিন সরকারের ছেলে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ঘটনাটি চলতি বছরের ৫ জানুয়ারি ঘটলেও এত দিন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় প্রায় ছয় মাস পর আজ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধানকুনিয়া বাজারের ব্যবসায়ী ফারুক হোসেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিপন সরকারের। এরই সূত্র ধরে শিপন সরকার মাঝেমধ্যেই ফারুক হোসেনের দোকানে আসেন। ফারুকের স্ত্রী (৩০) মাঝেমধ্যেই স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানে বসতেন। এই সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয় শিপন সরকারের। একপর্যায়ে শিপন সরকার গৃহবধূকে অনৈতিক কাজের প্রস্তাব দেন। 

বিষয়টি ফারুক হোসেন জানার পর শিপনকে দোকানে আসতে নিষেধ করেন। গত ৫ জানুয়ারি শিপন সরকার দোকানে আসেন। এ সময় ফারুক হোসেন দোকানে ছিলেন না। শিপন সরকার ওই গৃহবধূকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। 

এত দিন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় ঘটনার প্রায় ছয় মাস পর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পুলিশ মামলা দায়ের করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিপন সরকারকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত