Ajker Patrika

সাপের ছোবলে ২ মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সাপের ছোবলে ২ মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

মৃত শিক্ষকেরা হলেন নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩৫) ও রাজশাহী বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে জোবায়ের (২৮)। তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে ছোবল দেয়। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিক্ষক রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপ ছোবল দেয়। ওই শিক্ষকেরা চিৎকার দিলে সহকর্মীরা তাঁদের কাছে আসেন। পরে সাপের বিষ নামানোর জন্য স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান সহকর্মীরা। ওই কবিরাজ বিষ নামানোর চেষ্টা করেন। সেখানে শিক্ষকদের অবস্থা অবনতি হলে তাঁদের দুজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান তাঁরা। কিন্তু পথেই শিক্ষক রাশেদুল ইসলাম মারা যান। 

অপর শিক্ষক জোবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁঠিয়ে দেন চিকিৎসক। এদিকে সোমবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত