Ajker Patrika

স্কুল থেকে আসা চিঠি দেখে উদ্বিগ্ন মা, পড়তেই চোখে পানি

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০: ০৪
স্কুল থেকে আসা চিঠি দেখে উদ্বিগ্ন মা, পড়তেই চোখে পানি

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ড. নাজমা বেগম সেদিন শিক্ষকদের কক্ষে বসে ছিলেন। হঠাৎ ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেলেন। চিঠির খামে প্রেরকের স্থানে রাজশাহী সরকারি প্রমথ নাথ বালিকা উচ্চবিদ্যালয়ের একটা সিল। এই স্কুলেই ষষ্ঠ শ্রেণিতে পড়ে নাজমার মেয়ে জারিন সুবিহা। তাই চিঠিটা দেখেই উদ্বিগ্ন তিনি। মেয়ের খারাপ কিছু খবর না তো!

মনে ভয় নিয়ে খামটা খুললেন নাজমা বেগম। তারপর চিঠি পড়তেই চোখে পানি চলে এল তাঁর। স্কুল কর্তৃপক্ষ নয়, অনেক আবেগ আর ভালোবাসা দিয়ে মায়ের কাছে চিঠিটা লিখেছিল জারিন। ১৩ আগস্ট এই চিঠি হাতে পান ড. নাজমা। এখন তিনি বলছেন, ছোট্ট মেয়েটার তাঁর জন্য যে কত আবেগ, তা তিনি আগে বুঝতে পারেননি। বুঝেছেন চিঠি পড়ে।

‘প্রিয় প্রিয় প্রিয় মা’ লিখে চিঠি শুরু করেছে জারিন। সে লিখেছে, ‘আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি মা, কষ্ট পেলেও মা, রাগ হলেও মা, হাসলেও মা, বকলেও মা, আমি তোমায় খুব ভালোবাসি। পৃথিবীতে আমি খুঁজে বেড়াই, তোমার মতোন মানুষ পাইনি। জানি পাব না।’

সে লিখেছে, ‘আমি সন্তান হয়ে খারাপ কাজ করলে রাগ হবে, কিন্তু আমাকে তুমি ভুল বুঝো না। আমি ভুল করলে তুমি মাফ করে দাও। আমি চাই তোমার মতো হতে। মা, আমি তোমায় খুউব ভালোবাসি। তুমি আমার জীবনে যেমন শ্রেষ্ঠ মা, তেমনি শ্রেষ্ঠ মানুষ। কষ্ট পেলে তোমার কোলে মাথা রাখলে আমি অনেক শান্তি পাই মা।’

জারিন আরও লিখেছে, ‘মা, আম্মু তোমায় কত নামে ডাকি! মা, তুমি ছাড়া আমি কি থাকত পারব? পারব না। তাই প্লিজ, নিজের শরীরকে সুস্থ রেখো। মাথা গরম করো না মা। মা, তুমি খুব খুব ভালো। তোমার জন্য এই চিঠিটা দিলাম। বড় হয়ে আমি যেন ভালো অবস্থানে যেতে পারি মা। দোয়া করো। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। ইতি—তোমার আদরের মেয়ে জারিন।’

জারিনের মা নাজমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়দিন ধরে জারিন বলছিল যে আমার জন্য নাকি তার একটা গিফট আছে। কিন্তু সেটা কী, সে তা বলছিল না। কলেজে ছিলাম, হঠাৎ ডাকপিয়ন এসে চিঠিটা দিয়ে গেল। চিঠিটা জারিনের স্কুল থেকে এসেছে দেখে খুব ভয় পেয়েছিলাম। কিন্তু চিঠিটা যখন পড়লাম, তখন আবেগাপ্লুত হয়ে উঠলাম। আমার মেয়ে যে আমাকে এত ভালোবাসে তা তার লেখা চিঠি না পড়লে বুঝতাম না।’

নাজমা বেগম আরও বলেন, ‘আমি একটু রাগী মানুষ। কিন্তু ও বলেছে, আমি যেন রাগ না করি। নিজেকে যেন সুস্থ রাখি। এই অনুভূতিটা যে কত গভীর থেকে এসেছে, তা মা হিসেবে বুঝতে পারছি। আগে কখনো সে এভাবে বলেনি, চিঠিতেই বলেছে।’

চিঠিতে উল্লেখ করা মায়ের ঠিকানা। জারিন সুবিহা জানাল, বাংলার শিক্ষক ইকবাল হোসেন তাদের শ্রেণির সবাইকে পরিবারের কাছে চিঠি লিখতে বলেছিলেন। তারা সবাই চিঠি লিখে মা-বাবার কাছে পাঠিয়েছিল। জারিন অবশ্য একবার বসেই চিঠিটা লিখতে পারেনি। কিছুক্ষণ ভেবেছে, তারপর লিখেছে, আবার ভেবেছে, লিখেছে। এভাবে প্রায় দুই ঘণ্টা ধরে মায়ের কাছে চিঠি লেখে সে।

একসময় মানুষ এভাবেই ভেবে ভেবে প্রিয়জনের কাছে মনের কথা লিখে পাঠাত। চিঠির প্রতিটি শব্দে উঠে আসত মানুষের মনের ভাবনা, আবেগ, ভালোবাসা, দুঃখ-কষ্ট। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ চিঠি লিখতে ভুলে গেছে। এখন আর কেউ চিঠি লেখে না। তাই পোস্ট অফিসের বাক্সগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ডাকপিয়নদেরও ব্যস্ততা নেই আগের মতো। তারপরও আগামীকাল শুক্রবার ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস হিসেবে পালিত হচ্ছে।

নতুন প্রজন্মকে চিঠির বিষয়টি জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন শিক্ষাক্রমের বাংলা বিষয়ে চিঠি লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে এই শিক্ষাক্রম শুরু করা হয়। এ বছর সব স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয়েছে। আগামী বছর অষ্টম এবং নবমেও এ শিক্ষাক্রম শুরু হবে। নতুন শিক্ষাক্রমকে বলা হচ্ছে ‘যোগ্যতাভিত্তিক’। এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে এমন সব যোগ্যতা শেখানো হবে, যা সে জীবনযাপনের বাস্তব কাজে প্রয়োগ করতে পারবে।

রাজশাহী সরকারি প্রমথ নাথ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মায়ের জন্য আমাদের অনেক আবেগ ছিল। স্কুলে পড়তে গেলে আমরা চিঠি লিখতাম। উত্তর কবে পাব জানতাম না। তাও শরীর কেমন আছে তা চিঠিতে জানতে চাইতাম। চিঠির শেষে বলতাম, কিছু টাকার প্রয়োজন। এখনকার ছেলেমেয়েরা শুধু ফোন করে বলে টাকা দরকার। এর মধ্যে কোনো আবেগ থাকে না। এখন আবার নতুন শিক্ষাক্রমে চিঠি লিখে বাবা-মায়ের কাছে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টা খুব ভালো লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত