নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে আলোচনা সভায় চেয়ার না পেয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুনরায় সমাবেশ শুরু হলেও সেখানে আসন না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরি।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বেলা ২টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের চত্বরে স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
এমপি রত্না আহমেদ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র উমা চৌধুরি জেলা আওয়ামী লীগ সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় সভামঞ্চে বক্তব্য শুরু করেন কবির বিন আনোয়ার। এর কিছু পরই চেয়ারে বসা নিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে কবির বিন আনোয়ার চার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে কার্যালয়সংলগ্ন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখের অফিসে অবস্থান নেন।
এদিকে সংঘর্ষ থামার পর প্রশাসনের হস্তক্ষেপে আবার সভা শুরু হয়। এরপর তাঁরা বেরিয়ে এসে সভায় অংশ নেন। ছড়িয়ে থাকা কর্মীরা কার্যালয়ে প্রবেশ করলে বক্তব্য শুরু করেন কবির বিন আনোয়ার। কিন্তু ততক্ষণে সকল খালি চেয়ারে বসে পড়েছেন কর্মীরা। মালেক শেখের অফিস থেকে বেরিয়ে এমপি রত্না ও মেয়র উমা বসার জন্য চেয়ার খুঁজতে থাকেন। চেয়ার না পেয়ে কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে যান তাঁরা। প্রায় আধঘণ্টা সময় তাঁরা দাঁড়িয়ে সভায় অংশ নেন। এ সময় তাঁদের আশপাশে থাকা কেউ নিজেদের চেয়ার ছেড়ে তাঁদের বসতে দেননি। সভামঞ্চে বসে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা, সাত উপজেলা ও আট পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে জানতে চাইলে সভা শেষে নারী সংসদ সদস্য রত্না আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে বলার কিছু নেই। কী বলব বলেন! দলের সকল প্রোগ্রামেও কি আমাকে ডাকা হয়?’ এই মন্তব্য করে তিনি কার্যালয় ছেড়ে চলে যান।
এ বিষয়ে পৌর মেয়র উমা চৌধুরি বলেন, ‘ক্ষমতা ভাগাভাগির রাজনীতি করি না, রাজনীতি করি শেখ হাসিনার। যেখানে একজন সংসদ সদস্যকে বসতে দিয়ে সম্মান জানানো হয় না, সেখানে আমি মেয়র আমাকে কেন ওরা বসতে দেবে।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, ‘এটা ভুল হয়েছে। যেহেতু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেহেতু হয়তো কারও তাঁদের দিকে মনোযোগ ছিল না। আমরাও চিন্তিত ছিলাম আবারও সন্ত্রাসীরা কার্যালয়ে ঢুকে হামলা করে কি না। ভবিষ্যতে আমরা এ ধরনের ঘটনা (দাঁড়িয়ে থাকা) যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখব।’
নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে আলোচনা সভায় চেয়ার না পেয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুনরায় সমাবেশ শুরু হলেও সেখানে আসন না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরি।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বেলা ২টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের চত্বরে স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
এমপি রত্না আহমেদ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র উমা চৌধুরি জেলা আওয়ামী লীগ সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় সভামঞ্চে বক্তব্য শুরু করেন কবির বিন আনোয়ার। এর কিছু পরই চেয়ারে বসা নিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে কবির বিন আনোয়ার চার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে কার্যালয়সংলগ্ন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখের অফিসে অবস্থান নেন।
এদিকে সংঘর্ষ থামার পর প্রশাসনের হস্তক্ষেপে আবার সভা শুরু হয়। এরপর তাঁরা বেরিয়ে এসে সভায় অংশ নেন। ছড়িয়ে থাকা কর্মীরা কার্যালয়ে প্রবেশ করলে বক্তব্য শুরু করেন কবির বিন আনোয়ার। কিন্তু ততক্ষণে সকল খালি চেয়ারে বসে পড়েছেন কর্মীরা। মালেক শেখের অফিস থেকে বেরিয়ে এমপি রত্না ও মেয়র উমা বসার জন্য চেয়ার খুঁজতে থাকেন। চেয়ার না পেয়ে কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে যান তাঁরা। প্রায় আধঘণ্টা সময় তাঁরা দাঁড়িয়ে সভায় অংশ নেন। এ সময় তাঁদের আশপাশে থাকা কেউ নিজেদের চেয়ার ছেড়ে তাঁদের বসতে দেননি। সভামঞ্চে বসে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা, সাত উপজেলা ও আট পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে জানতে চাইলে সভা শেষে নারী সংসদ সদস্য রত্না আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে বলার কিছু নেই। কী বলব বলেন! দলের সকল প্রোগ্রামেও কি আমাকে ডাকা হয়?’ এই মন্তব্য করে তিনি কার্যালয় ছেড়ে চলে যান।
এ বিষয়ে পৌর মেয়র উমা চৌধুরি বলেন, ‘ক্ষমতা ভাগাভাগির রাজনীতি করি না, রাজনীতি করি শেখ হাসিনার। যেখানে একজন সংসদ সদস্যকে বসতে দিয়ে সম্মান জানানো হয় না, সেখানে আমি মেয়র আমাকে কেন ওরা বসতে দেবে।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, ‘এটা ভুল হয়েছে। যেহেতু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেহেতু হয়তো কারও তাঁদের দিকে মনোযোগ ছিল না। আমরাও চিন্তিত ছিলাম আবারও সন্ত্রাসীরা কার্যালয়ে ঢুকে হামলা করে কি না। ভবিষ্যতে আমরা এ ধরনের ঘটনা (দাঁড়িয়ে থাকা) যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখব।’
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১২ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে