নওগাঁ প্রতিনিধি
সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ।
আজ রোববার সকালে র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।
র্যাব কর্মকর্তা মোস্তফা জামান জানান, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এর মধ্যে নাজমুল হক মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তাঁর সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন।
২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন শহিদুল। এরপর তিনি জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫-এর একটি দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
র্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসে পিয়নের চাকরি করতেন। এখন তিনি অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।
সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ।
আজ রোববার সকালে র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।
র্যাব কর্মকর্তা মোস্তফা জামান জানান, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এর মধ্যে নাজমুল হক মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তাঁর সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন।
২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন শহিদুল। এরপর তিনি জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫-এর একটি দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
র্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসে পিয়নের চাকরি করতেন। এখন তিনি অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৬ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে