Ajker Patrika

ইছামতী নদীকে প্রবহমান করতে হবে: ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪১
ইছামতী নদীকে প্রবহমান করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, সবার চিন্তা-চেতনা, চাওয়া-পাওয়া মিলিয়ে ইছামতী নদী উদ্ধার ও খনন করে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এতে সবার স্বার্থ সংরক্ষণ হবে। এ জন্য দখলদারি মনোভাব থেকে পিছিয়ে আসতে হবে।

গতকাল শনিবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনার সুধীসমাজের প্রতিনিধি কর্তৃক আয়োজিত ইছামতী নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুল হক টুকু।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘শহরের সব পুকুর ভরাট হয়ে যাচ্ছে। ইছামতীর নদীর যেটুকু আছে, সেটুকু ঘিরে দৃষ্টিনন্দন করা দরকার। নদীর নাব্যতা ফেরাতে, সৌন্দর্য বর্ধন করতে হবে। কর্মসংস্থানের খাত সৃষ্টি করতে হবে। যুগ যুগ ধরে নেতৃত্বের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতার কারণে ইছামতী নদীর আজ এ অবস্থা। ক্ষতিগ্রস্তরা এগিয়ে আসবেন, আমরা যাব। ইছামতী নদী সচল দেখতে চাই। সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করতে হবে। বিভেদ করে পাবনার উন্নয়ন পিছিয়ে গেছে।’

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম।

ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ইছামতী নদী খনন করা গেলে শহরের পরিবেশ সুস্থ ও সুন্দর হবে। পানির সংকট হবে না। ৩৮ কিলোমিটার নদী খনন হলে কৃষিতে বিপ্লব ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত