নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর চৌরঙ্গী মসজিদ নির্মাণ নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মসজিদ কমিটির বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেছেন কয়েকজন মুসল্লি। মুসল্লিদের অভিযোগ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ নকশা অনুমোদন ছাড়াই সাততলা মসজিদ ভবন নির্মাণের কাজ করছেন। এর প্রতিবাদ করায় মুসল্লিদের ওপর হামলা হয়েছে।
তাঁদের অভিযোগ, নকশা অনুমোদন না করেই মসজিদের নিচতলায় অবৈধভাবে ২৬টি দোকান নির্মাণ করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ দোকান বিক্রি করে কোটি কোটি টাকা পকেটে ভরেছেন। সম্প্রতি কয়েকজন মুসল্লি মসজিদ কমিটির এসব বেআইনি কাজের প্রতিবাদ জানালে তাঁদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে মুসল্লিদের পক্ষে অভিযোগ করা হয়েছে নগরীর রাজপাড়া থানায়।
জানা গেছে, মুসল্লি আমিনুর রহমান বাচ্চু গত ২০ জুলাই মসজিদ কমিটির সভাপতি ডা. ইকবাল বারীসহ আটজনের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। এ ছাড়া মসজিদের নির্মাণকাজ যাতে আইনসম্মতভাবে করা হয়, তার জন্য রাজশাহীর সিভিল আদালতে আরেকটি মামলা করা হয়েছে।
বাদী আমিনুর রহমান বাচ্চু মামলার অভিযোগে বলেন, তিনি একজন মুসল্লি হিসেবে লক্ষ্মীপুর চৌরঙ্গী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আসামিরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যারা মসজিদ কমিটির বিভিন্ন পদের নেতা। সাততলা চৌরঙ্গী মসজিদটির নির্মাণকাজ বেআইনিভাবে চলছে। আসামিরা কোনো প্রকার নকশা বা বিধিবদ্ধ প্ল্যান ছাড়াই মসজিদের নিচতলায় ২৬টি দোকানঘর নির্মাণ করেছেন।
মসজিদটিতে আগে নিচতলায় নিয়মিত নামাজ আদায় করতেন মুসল্লিরা। গত ১৭ জুলাই মাগরিবের নামাজের পর মুসল্লিরা কোনো নকশা অনুমোদন ছাড়াই মসজিদের নিচতলায় ২৬টি দোকানঘর নির্মাণ ও বিক্রির প্রতিবাদ করেন। এ সময় আসামিরা কয়েকজন মুসল্লির ওপর হামলা চালান। এতে বাচ্চুসহ তিন মুসল্লি আহত হন। তবে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি ইকবাল বারী।
অভিযোগকারী মুসল্লিরা বলেন, চৌরঙ্গী রাজশাহীর একটি পুরোনো মসজিদ। পশ্চিম প্রান্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভবন নির্মাণের সময় মসজিদের দেয়ালে ফাটল ধরে। মসজিদ কমিটি মামলা করলে পপুলার ৩ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়। আগের পাঁচতলা মসজিদটি ভেঙে বর্তমানে সাততলা করা হচ্ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র নেওয়া হলেও কোনো নকশার অনুমোদন নেওয়া হয়নি।
ছাড়পত্রে বলা হয়েছে, নিচতলায় কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু মসজিদ কমিটি নির্দেশনা লঙ্ঘন করে নিচতলায় ২৬টি দোকান নির্মাণ করে। এসব দোকানের একেকটি ৭০ থেকে ৮০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এমনকি মসজিদ কমিটির সভাপতি ইকবাল বারীসহ কমিটির সদস্যরা একটি করে দোকান নিয়েছেন। কমিটির সদস্যরা মুসল্লিদের মতামত উপেক্ষা করে এসব নির্মাণের পর দোকান ভাগাভাগি করেছেন। মুসল্লিরা আপত্তি করাতেই এই হামলার ঘটনা ঘটে।
মসজিদের কয়েকজন মুসল্লি বলেন, মসজিদের নিচতলার দুই পাশে সারিবদ্ধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। প্রবেশপথে দুইদিকের দোকানের মাঝখান দিয়ে সংকীর্ণ একটি পথ রাখা হয়েছে। মুসল্লিদের মসজিদে প্রবেশের মূল পথ এটি। অনেক প্রবীণ মুসল্লি এত দিন নিচতলায় নামাজ আদায় করতেন। নিচতলায় মার্কেট হওয়ায় তাদের দুই বা তিনতলায় উঠতে হবে। বৃদ্ধ মুসল্লিদের জন্য এটা কষ্টের ও বিড়ম্বনার। নিচতলার দুই পাশে দোকানপাট হওয়ায় স্বাভাবিক কারণে সেখানে মানুষের ভিড় থাকবে। এই ভিড় ঠেলে মুসল্লিদের মসজিদের ওপরে উঠতে হবে। এতে মুসল্লিদের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন হবে।
মামলা দাখিলকারী আইনজীবী মজিজুল হক বলেন, আদালত মসজিদ কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই সঙ্গে মসজিদ স্থাপনার নকশাও পেশ করতে আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জানতে চাইলে চৌরঙ্গী মসজিদ কমিটির সভাপতি ডা. ইকবাল বারী বলেন, নকশা অনুমোদন নিয়ে মসজিদের কাজ হচ্ছে।
তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, চৌরঙ্গী মসজিদ প্ল্যানের জন্য একটি আবেদন এসেছে। কিন্তু এখনো অনুমোদন হয়নি। মসজিদ কমিটি যে নির্মাণকাজ করছে, তা সংশোধন করতে চিঠি দেওয়া হয়েছে।
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর চৌরঙ্গী মসজিদ নির্মাণ নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মসজিদ কমিটির বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেছেন কয়েকজন মুসল্লি। মুসল্লিদের অভিযোগ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ নকশা অনুমোদন ছাড়াই সাততলা মসজিদ ভবন নির্মাণের কাজ করছেন। এর প্রতিবাদ করায় মুসল্লিদের ওপর হামলা হয়েছে।
তাঁদের অভিযোগ, নকশা অনুমোদন না করেই মসজিদের নিচতলায় অবৈধভাবে ২৬টি দোকান নির্মাণ করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ দোকান বিক্রি করে কোটি কোটি টাকা পকেটে ভরেছেন। সম্প্রতি কয়েকজন মুসল্লি মসজিদ কমিটির এসব বেআইনি কাজের প্রতিবাদ জানালে তাঁদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে মুসল্লিদের পক্ষে অভিযোগ করা হয়েছে নগরীর রাজপাড়া থানায়।
জানা গেছে, মুসল্লি আমিনুর রহমান বাচ্চু গত ২০ জুলাই মসজিদ কমিটির সভাপতি ডা. ইকবাল বারীসহ আটজনের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। এ ছাড়া মসজিদের নির্মাণকাজ যাতে আইনসম্মতভাবে করা হয়, তার জন্য রাজশাহীর সিভিল আদালতে আরেকটি মামলা করা হয়েছে।
বাদী আমিনুর রহমান বাচ্চু মামলার অভিযোগে বলেন, তিনি একজন মুসল্লি হিসেবে লক্ষ্মীপুর চৌরঙ্গী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আসামিরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যারা মসজিদ কমিটির বিভিন্ন পদের নেতা। সাততলা চৌরঙ্গী মসজিদটির নির্মাণকাজ বেআইনিভাবে চলছে। আসামিরা কোনো প্রকার নকশা বা বিধিবদ্ধ প্ল্যান ছাড়াই মসজিদের নিচতলায় ২৬টি দোকানঘর নির্মাণ করেছেন।
মসজিদটিতে আগে নিচতলায় নিয়মিত নামাজ আদায় করতেন মুসল্লিরা। গত ১৭ জুলাই মাগরিবের নামাজের পর মুসল্লিরা কোনো নকশা অনুমোদন ছাড়াই মসজিদের নিচতলায় ২৬টি দোকানঘর নির্মাণ ও বিক্রির প্রতিবাদ করেন। এ সময় আসামিরা কয়েকজন মুসল্লির ওপর হামলা চালান। এতে বাচ্চুসহ তিন মুসল্লি আহত হন। তবে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি ইকবাল বারী।
অভিযোগকারী মুসল্লিরা বলেন, চৌরঙ্গী রাজশাহীর একটি পুরোনো মসজিদ। পশ্চিম প্রান্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভবন নির্মাণের সময় মসজিদের দেয়ালে ফাটল ধরে। মসজিদ কমিটি মামলা করলে পপুলার ৩ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়। আগের পাঁচতলা মসজিদটি ভেঙে বর্তমানে সাততলা করা হচ্ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র নেওয়া হলেও কোনো নকশার অনুমোদন নেওয়া হয়নি।
ছাড়পত্রে বলা হয়েছে, নিচতলায় কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু মসজিদ কমিটি নির্দেশনা লঙ্ঘন করে নিচতলায় ২৬টি দোকান নির্মাণ করে। এসব দোকানের একেকটি ৭০ থেকে ৮০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এমনকি মসজিদ কমিটির সভাপতি ইকবাল বারীসহ কমিটির সদস্যরা একটি করে দোকান নিয়েছেন। কমিটির সদস্যরা মুসল্লিদের মতামত উপেক্ষা করে এসব নির্মাণের পর দোকান ভাগাভাগি করেছেন। মুসল্লিরা আপত্তি করাতেই এই হামলার ঘটনা ঘটে।
মসজিদের কয়েকজন মুসল্লি বলেন, মসজিদের নিচতলার দুই পাশে সারিবদ্ধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। প্রবেশপথে দুইদিকের দোকানের মাঝখান দিয়ে সংকীর্ণ একটি পথ রাখা হয়েছে। মুসল্লিদের মসজিদে প্রবেশের মূল পথ এটি। অনেক প্রবীণ মুসল্লি এত দিন নিচতলায় নামাজ আদায় করতেন। নিচতলায় মার্কেট হওয়ায় তাদের দুই বা তিনতলায় উঠতে হবে। বৃদ্ধ মুসল্লিদের জন্য এটা কষ্টের ও বিড়ম্বনার। নিচতলার দুই পাশে দোকানপাট হওয়ায় স্বাভাবিক কারণে সেখানে মানুষের ভিড় থাকবে। এই ভিড় ঠেলে মুসল্লিদের মসজিদের ওপরে উঠতে হবে। এতে মুসল্লিদের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন হবে।
মামলা দাখিলকারী আইনজীবী মজিজুল হক বলেন, আদালত মসজিদ কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই সঙ্গে মসজিদ স্থাপনার নকশাও পেশ করতে আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জানতে চাইলে চৌরঙ্গী মসজিদ কমিটির সভাপতি ডা. ইকবাল বারী বলেন, নকশা অনুমোদন নিয়ে মসজিদের কাজ হচ্ছে।
তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, চৌরঙ্গী মসজিদ প্ল্যানের জন্য একটি আবেদন এসেছে। কিন্তু এখনো অনুমোদন হয়নি। মসজিদ কমিটি যে নির্মাণকাজ করছে, তা সংশোধন করতে চিঠি দেওয়া হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে