Ajker Patrika

উপবৃত্তি সাবেক অধ্যক্ষের বিকাশে, ভুক্তভোগীর অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
উপবৃত্তি সাবেক অধ্যক্ষের বিকাশে, ভুক্তভোগীর অভিযোগ

ছাত্রীর উপবৃত্তির টাকা প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষের বিকাশে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে। 

ভুক্তভোগীর নাম শাওন আক্তার (১৮)। তিনি সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। 

এ বিষয়ে সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন (সাবেক অধ্যক্ষ) স্যার অবসরে যাওয়ার আগে কলেজের আয়–ব্যয়ের হিসাব ও ছাত্রীর উপবৃত্তির টাকা বুঝিয়ে দেননি। এ জন্য কলেজ থেকে কোনো প্রত্যয়ন দেওয়া হয়নি। ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করায় এলাকাবাসী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে।’ 

অন্যদিকে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন বলেন, ‘আমার বিকাশ নম্বর উপবৃত্তির শিটে কেন দিল। আমি অবসরে যাওয়ার আগে সব টাকা বুঝিয়ে দিয়ে প্রত্যয়ন নিয়েছি।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হন শাওন আক্তার। কলেজে ভর্তির পর শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য মনোনীত হন তিনি। কিন্তু শিক্ষাবর্ষ শেষ পর্যায়ে গেলেও এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। পরে কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন উপবৃত্তির টাকা সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁনের ব্যক্তিগত বিকাশ নম্বর যাচ্ছে। 

ইতিমধ্যে উপবৃত্তির তিন কিস্তির আট হাজার ২০০ টাকা সাবেক অধ্যক্ষের বিকাশ নম্বরে গেছে। বাকি এক কিস্তির তিন হাজার ৬০০ টাকা আসবে বলে জানা গেছে। কিন্তু ওই ছাত্রী এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। আজ (বুধবার) ওই ছাত্রীর বাবা সামাদ মণ্ডল নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। 

শাওন আক্তার বলেন, ‘আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকে উপবৃত্তির কোনো টাকা পায়নি। আমার উপবৃত্তির টাকা না পেয়ে আমার বাবাকে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে লিখিত দিয়েছি।’ 
 
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত