Ajker Patrika

হেলমেট ও মাস্ক পরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্থানীয়দের হাতে আটক ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
হেলমেট ও মাস্ক পরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্থানীয়দের হাতে আটক ২

বগুড়ার আদমদীঘিতে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে হেলমেট ও মাস্ক একদল ব্যক্তি। এ ঘটনার পর তারা পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ হেলমেট পরিহিত দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

অন্যদিকে আহত মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় আদমদীঘির বাহাদুরপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। 

আহত মাছ ব্যবসায়ীর নাম—আব্দুর রশিদ (৬০)। তিনি উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। 

আটককৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়োনায় গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে হাফিজ মণ্ডল (৪৫) ও পর-নওগাঁর ফারুক হোসেনের ছেলে শাহানুর হোসেন (২১)। 

আদমদীঘি থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, আদমদীঘির বাহাদুরপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ প্রতিদিনের মতো বাহাদুরপুর গ্রামের পাশে তার মাছ চাষের পুকুর দেখভাল করছিলেন। এ সময় ৬-৭ জনের একদল হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্ত ৩-৪টি মোটরসাইকেলযোগে আব্দুর রশিদের বাড়ির পাশে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তাঁকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীরা বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয়রা একটি পালসার মোটরসাইকেলসহ দুই হামলাকারীকে আটক করে। অপর একটি পালসার মোটরসাইকেল ফেলে রেখে তিন হামলাকারীরা পালিয়ে যায়। চাঁপাপুর ইউপির ওই ওয়ার্ডের সদস্য হিটলু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় তার পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা দুজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত