রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ অর্থবছরে ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫১৫তম সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার ফাইন্যান্স কমিটির ৫৫৮তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকা বাজেটের মধ্যে ৩৬৮ কোটি ১৯ লাখ টাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটে হয় ৮০ দশমিক ৬১ শতাংশ।
গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১৯ শতাংশ। যা গত বছর ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ১ দশমিক ৮৪ শতাংশ। এ বছর মূল বাজেটের ৩৩৪ কোটি ৭৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ এবং বাকি ২২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এ ছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, বইপত্র, গবেষণাগার সরঞ্জামাদি, স্মার্ট ক্লাসরুম, ফিল্ডওয়ার্ক/শিক্ষা সফর, তথ্য যোগাযোগপ্রযুক্তি, প্রশিক্ষণ, খেলাধুলা, শিক্ষাবৃত্তিসহ ১০ খাত অগ্রাধিকার পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা খাতে ৫২ লাখ, ফিল্ড ওয়ার্ক/শিক্ষা সফর খাতে ৮০ লাখ, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ৫২ লাখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি খাতে ২০২১-২২ বছরে বরাদ্দ ছিল ৪৫ লাখ টাকা। এ বছর তা বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। বইপত্র খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। একটি বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য বইপত্র খাতে বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। এ বছর তা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ক্রয় বাবদ ৩৩ লাখ ৫৪ হাজার টাকা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অটোমেশন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গবেষণাগার সরঞ্জামাদি খাতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ৪ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে কয়েকটি বিভাগকে ৫০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশোধিত বাজেটে ১৬টি স্মার্ট ক্লাসরুমের জন্য বাজেট বরাদ্দ রয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ অর্থবছরে ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫১৫তম সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার ফাইন্যান্স কমিটির ৫৫৮তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ৪৫৬ কোটি ৭৫ লাখ টাকা বাজেটের মধ্যে ৩৬৮ কোটি ১৯ লাখ টাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটে হয় ৮০ দশমিক ৬১ শতাংশ।
গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১৯ শতাংশ। যা গত বছর ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ১ দশমিক ৮৪ শতাংশ। এ বছর মূল বাজেটের ৩৩৪ কোটি ৭৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ এবং বাকি ২২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এ ছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, বইপত্র, গবেষণাগার সরঞ্জামাদি, স্মার্ট ক্লাসরুম, ফিল্ডওয়ার্ক/শিক্ষা সফর, তথ্য যোগাযোগপ্রযুক্তি, প্রশিক্ষণ, খেলাধুলা, শিক্ষাবৃত্তিসহ ১০ খাত অগ্রাধিকার পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা খাতে ৫২ লাখ, ফিল্ড ওয়ার্ক/শিক্ষা সফর খাতে ৮০ লাখ, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ৫২ লাখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি খাতে ২০২১-২২ বছরে বরাদ্দ ছিল ৪৫ লাখ টাকা। এ বছর তা বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। বইপত্র খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। একটি বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য বইপত্র খাতে বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। এ বছর তা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ক্রয় বাবদ ৩৩ লাখ ৫৪ হাজার টাকা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অটোমেশন বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গবেষণাগার সরঞ্জামাদি খাতে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ৪ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে কয়েকটি বিভাগকে ৫০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশোধিত বাজেটে ১৬টি স্মার্ট ক্লাসরুমের জন্য বাজেট বরাদ্দ রয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৪ ঘণ্টা আগে