তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর ছেলে শামীম রেজা (২৩)।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া কয়েকটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওই গ্রামের এক স্থানে সেই ঘরের জমি নিজেদের দাবি করে আব্দুল হান্নান ও তাঁর ছেলে শামীম রেজা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ওই জমির কাগজপত্র যাচাই করে ওই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়। তবুও তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিলেন।
পিআইও তারিকুল আরও জানান, আজ দুপুরে ওই স্থানে একটি ঘরের নির্মাণকাজ শুরুর সময়ে আব্দুল হান্নান ও শামীম কাজে বাধা দেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।
দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে বাবা-ছেলের সঙ্গে তর্ক চলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘যে জমি নিয়ে তর্ক, সেটি এরই মধ্যে ভূমিহীন একজনের নামে বরাদ্দ করা হয়েছে।’
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘দণ্ড পাওয়া বাবা-ছেলে দুজনকে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
রাজশাহীর তানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর ছেলে শামীম রেজা (২৩)।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া কয়েকটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওই গ্রামের এক স্থানে সেই ঘরের জমি নিজেদের দাবি করে আব্দুল হান্নান ও তাঁর ছেলে শামীম রেজা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ওই জমির কাগজপত্র যাচাই করে ওই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়। তবুও তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিলেন।
পিআইও তারিকুল আরও জানান, আজ দুপুরে ওই স্থানে একটি ঘরের নির্মাণকাজ শুরুর সময়ে আব্দুল হান্নান ও শামীম কাজে বাধা দেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।
দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে বাবা-ছেলের সঙ্গে তর্ক চলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘যে জমি নিয়ে তর্ক, সেটি এরই মধ্যে ভূমিহীন একজনের নামে বরাদ্দ করা হয়েছে।’
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘দণ্ড পাওয়া বাবা-ছেলে দুজনকে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে হামলার সময় ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব’ বলা সেই তরুণও আছেন।
১৬ মিনিট আগেনেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
৩৫ মিনিট আগেপাহাড়পুর বৌদ্ধবিহার ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্ষার শুরু থেকেই এ বিহারজুড়ে যেন নতুন এক প্রাণের স্পর্শ লেগেছে। লাল, হলুদ, কমলা, বেগুনি ও সাদা নানা রঙের ফুলে ঢেকে গেছে পুরো চত্বর। তার সঙ্গে আলপনায় সাজানো পথ, পাতা-লতা দিয়ে তৈরি পশুপাখির প্রতিকৃতি আর পর্যটকদের পদচারণায়
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে