আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
২৫ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে