Ajker Patrika

স্কুল খোলায় আনন্দ-উল্লাসে মেতে উঠে প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রতিনিধি, লালপুর (নাটোর)
স্কুল খোলায় আনন্দ-উল্লাসে মেতে উঠে প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় খুশির আমেজ বিরাজ করে স্কুলটিতে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। ৫৫৪ দিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে স্কুলটি। 

রোববার সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সারিবদ্ধভাবে নন-মেডিকেল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে। 

স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশের পর শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার, ফুল, মাস্ক ও চকলেট দিয়ে বরণ করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন বিদ্যালয় কমিটির সদস্য ও প্রধান শিক্ষক। এ সময় প্রধান শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে করোনা সচেতনতামূলক আলোচনা করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, ‘এই বিদ্যালয়ে ১২ রকমের অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে। মোট ২৯১ জন শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন ছাত্র ও ১৪১ জন ছাত্রী। এদের ছাড়া আমাদের ভালো লাগে না। তাই দীর্ঘ দিন পর সন্তানদের কাছে পেয়ে খুব ভালো লাগছে।’ 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, উপজেলায় একটি প্রতিবন্ধী বিদ্যালয় ছাড়াও ১১২টি প্রাথমিক, ৫৬টি মাধ্যমিক, ১০টি কলেজ, ২৩টি মাদ্রাসা,২টি কারিগরি বিদ্যালয় ও ৫টি কারিগরি কলেজ রয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন। সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পাঠ্যসূচি কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত