Ajker Patrika

‘ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি দাম বাড়ল বলে জিগির তোলে’ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৮ জুন ২০২৩, ২১: ২৩
‘ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি দাম বাড়ল বলে জিগির তোলে’ 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এদেশের কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষকবান্ধব, কৃষিকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি আছে যারা এসি রুমে বসে দাম বাড়ল বলে জিগির তোলে।’

আজ বুধবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, বিদ্যুতে লোডশেডিং হচ্ছে। এটা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। লোড শেডিং দ্রুতই সমাধান হবে। তীব্র গরমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে। বিদ্যুৎ ব্যহবারে সচেতন হতে হবে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণার মাধ্যমেই স্বাধীনতার স্বপ্নবীজ রোপিত হয়। ছয় দফা ঘোষণা করে বারবার তিনি কারাবরণ করেছেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলেছে। তবুও তিনি ছয় দফা থেকে সরে আসেননি। বাংলাদেশের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। 

মন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। সেই নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তত্ত্বাবধায়ক সরকার এ দেশে হবে না, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। সেই নির্বাচনে তিনি বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি ক্ষমতায় যাবেন। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া এ দেশের জনগণ মেনে নেবে না। 

এ সময় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত