Ajker Patrika

বগুড়ার দুই হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ২১

প্রতিনিধি, বগুড়া সদর
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৩: ৩০
বগুড়ার দুই হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ২১

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে এক দিনে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয়জন করোনা আক্রান্ত হয়ে আর ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত এই ২১ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০৫ জনে দাঁড়িয়েছে।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন।

ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩০ জন। বর্তমানে শজিমেক হাসপাতালে ২৬২, মোহাম্মদ আলীতে ২৫৭ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন ভর্তি রয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ১০৭, জিন এক্সপার্ট ১৭টি নমুনা পরীক্ষায় ১৩, র‍্যাপিড অ্যান্টিজেন কিট ২৮০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫৯ জন। টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত