Ajker Patrika

মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে হাসপাতালে ভর্তি কলেজশিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজী। ছবি: আজকের পত্রিকা
পিরোজপুরে হাসপাতালে ভর্তি কলেজশিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজী। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরে আব্দুল্লাহ আল নোমান গাজী নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় এক যুবককে মাদক কারবারে বাধা দেওয়ার ক্ষোভে নোমানের ওপর এই হামলা চালানো হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।

নোমান গাজীর ভাই এমরান গাজী বলেন, কয়েক মাস আগে ঝাটকাঠির সাহেবপাড়া এলাকায় মাদক কারবারের অভিযোগে নোমানসহ স্থানীয় কয়েক ব্যক্তি মারুফ ওরফে কসাই মারুফকে বাধা দেন। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েকজনকে দেখে নেওয়ার হুমকি দেন। সেই ক্ষোভ থেকে দোকানে হামলা চালিয়ে নোমানকে হাতে ও পেটে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়।

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে মারুফকে তাঁর মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে কুপিয়ে জখমের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত