Ajker Patrika

নতুন উদ্যোক্তাদের ঠাঁই নেই চাঁপাইনবাবগঞ্জ বিসিকে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নতুন উদ্যোক্তাদের ঠাঁই নেই চাঁপাইনবাবগঞ্জ বিসিকে

চাঁপাইনবাবগঞ্জে প্রায় পাঁচ শতাধিক তরুণ উদ্যোক্তা থাকলেও তাঁদের ঠাঁই হচ্ছে না বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায়। ফলে উদ্যোক্তারা জায়গা না পেয়ে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত ও সম্প্রসারণে প্রসার ঘটাতে পারছে না। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উদ্যোক্তাদের মধ্যে তবে বিসিক কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিল্প নগরী গড়ে তুলতে তাগিদ দেওয়া হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ বিসিকের প্লট সংকটের কারণে নতুন উৎপাদনশীল ব্যবসায়ীরা বরাদ্দ পাচ্ছে না। জেলার এই শিল্পনগরীতে প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা সব প্লটগুলোই বরাদ্দ হয়ে আছে। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনশীল ব্যবসায়ীদের চাহিদা থাকা সত্ত্বেও আয়তন বাড়েনি বিসিকের।

বিসিকের সূত্রমতে, জেলায় ১৯৮৯ সালে কার্যক্রম শুরু করে বিসিক। প্রায় ১১ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পনগরীতে ১৯৯৪ সালে প্লট বরাদ্দ দিতে শুরু করে তারা। প্লট বরাদ্দের কাজ শুরু হওয়ার দুই বছরের মাথায় ব্যবসায়ীরা বরাদ্দ নিয়ে নেন নির্মিত প্লটগুলোর। বর্তমানে এই শিল্প নগরীর ৮৮টি প্লট ২২ জন ব্যবসায়ীর কাছে রয়েছে। একক ব্যবসায়ীর নামে তিন থেকে আটটি পর্যন্ত প্লট রয়েছে এসব ব্যবসায়ীদের কাছে।

শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘নতুন নতুন অনেক উৎপাদনশীল ব্যবসায়ী আছেন, তাঁরা বিসিকের প্লট পাচ্ছে না। ওই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্লট বরাদ্দ পেলে তাঁরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন। নতুন কারখানায় অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে। ওই সব ব্যবসায়ী পরিবারগুলোর মৌলিক চাহিদার পূরণ হবে।’

ক্ষুদ্র ব্যবসায়ী রিপন আলী বলেন, ‘বিসিক শিল্পনগরীতে অনেক ব্যবসায়ী কম মূল্যে প্লট বরাদ্দ পেয়েছেন। তারা যেসব প্লট ব্যবহার না করে ফাঁকা রাখছেন। দ্রুত বিসিক শিল্পনগরীর আয়তন বাড়ানো হোক, অন্যথায় যেসব ব্যবসায়ীর নামে একাধিক প্লট আছে সেগুলোকে সমন্বয় করে নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হোক।’

নাম না প্রকাশ করার শর্তে বিসিকের একটি কারখানার কর্মচারী বলেন, বিসিকের ভেতরের নালা ব্যবস্থা খারাপ। সহজে দূষিত পানি নালায় গিয়ে পৌঁছে না। এমনকি কর্তৃপক্ষ নালাগুলো পরিষ্কারের উদ্যোগ নেই না।

নিশান ফুডের ব্যবস্থাপক বলেন, ‘বিসিকের কাছ থেকে ইজারা নিয়ে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠান চলছে। অথচ পৌর কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স বসাচ্ছে। যা মোটেও ঠিক নয়।’

চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক মো. রায়হান আলী বলেন, বিসিকের প্লটগুলোর পেছনে আরও ১০ একর জমি অধিগ্রহণ করে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো আছে মন্ত্রণালয়ে। রাস্তাগুলো মেরামত চলছে শিগগির ঠিক হয়ে যাবে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত