Ajker Patrika

যমুনার নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
নিহত স্কুল শিক্ষার্থী জিহাদ। ছবি: সংগৃহীত
নিহত স্কুল শিক্ষার্থী জিহাদ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় যমুনা নদী ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরে শহরের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধুসহ যমুনা নদীতে গোসল করতে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। দুজনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুর থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহীর ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ করলেও রাতে স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান আরও বলেন, শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। একপর্যায়ে নদীর ভেতর বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করে নিয়ে আসে ডুবুরি দল।

জিহাদের মরদেহ উদ্ধারের পর নদী তীরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় জিহাদের স্বজন ও প্রতিবেশীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত