Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২২, ১১: ০৬
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। ফলে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। রোববার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে ধীরগতি বা যানজটের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ২৬টি পয়েন্টে পুলিশ, আর্মড পুলিশ ও হাইওয়ে পুলিশের ৬ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। চালকদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে মহাসড়কে পুলিশ কাজ করছে।

ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী হানিফ পরিবহনের চালক আব্দুস সালাম বলেন, অন্য বছরের তুলনাই এই বছর মহাসড়কের ভিন্ন চিত্র। ঢাকা থেকে আসতে কোনো যানজটের কবলে পড়তে হয়নি। পুরো মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। এ কারণে যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন। 

পাবনা এক্সপ্রেসের চালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঢাকা থেকে পাবনা পর্যন্ত যানজটের কবলে পড়তে হয়নি। মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আসতে খুব একটা সময় লাগছে না। বাসে যাত্রীদেরও খুব একটা চাপ নেই।’ 

এদিকে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যানে বাড়ি ফিরছে নিম্ন আয়ের মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত