রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে এক দিনের বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিনায়ক ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প হয়। এ দিন চক্ষু, গাইনি, চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১ হাজার ৪২৭ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
রোগীদের মধ্যে পুরুষ ছিলেন ৫৬৪ জন ও নারী ৮৬৩ জন। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হয়। ১৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় আজ রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা দেওয়াসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। এ ছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে ও ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তমেজ উদ্দীন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪), সাজ্জাদ হোসেনসহ (৩৫) ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নওগাঁর রাণীনগরে এক দিনের বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিনায়ক ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প হয়। এ দিন চক্ষু, গাইনি, চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১ হাজার ৪২৭ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
রোগীদের মধ্যে পুরুষ ছিলেন ৫৬৪ জন ও নারী ৮৬৩ জন। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হয়। ১৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় আজ রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা দেওয়াসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। এ ছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে ও ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তমেজ উদ্দীন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪), সাজ্জাদ হোসেনসহ (৩৫) ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগেফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
২ ঘণ্টা আগেনাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
২ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সার
২ ঘণ্টা আগে