Ajker Patrika

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ১,৪২৭ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগরে এক দিনের বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিনায়ক ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প হয়। এ দিন চক্ষু, গাইনি, চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১ হাজার ৪২৭ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

রোগীদের মধ্যে পুরুষ ছিলেন ৫৬৪ জন ও নারী ৮৬৩ জন। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হয়। ১৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে।

২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় আজ রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা দেওয়াসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। এ ছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে ও ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

তমেজ উদ্দীন (৬৫), ফরেজ আলী ফকির (৭২), মেরিনা আক্তার (২৪), সাজ্জাদ হোসেনসহ (৩৫) ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত