নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিচ্ছেন রাজশাহীর স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। মালয়েশিয়ার পেনাং শহরে ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন হবে। মালয়েশিয়ার পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (প্যানাপ) আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন নূর মোহাম্মদ। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক বিজ্ঞানী হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
স্বশিক্ষিত কৃষক-বিজ্ঞানী নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া মহল্লায়। তিনি দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে খরায় ধান নষ্ট হতে দেখে গবেষণায় নেমে যান তিনি। নিজের বাড়িতেই চলতে থাকে গবেষণা। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সহযোগিতা পান নূর মোহাম্মদ। হেলাল উদ্দিনের কাছ থেকে তিনি হাতে-কলমে এ সংক্রান্ত জ্ঞান অর্জন করেন।
এরপর একের পর এক নতুন জাতের ধানের কৌলিক সারি উদ্ভাবন করেন নূর মোহাম্মদ। এখন প্রতি মৌসুমেই তাঁর জমিতে পরীক্ষামূলক ধানের চাষ হয়। এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। তাঁর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
মালয়েশিয়ার সম্মেলনে যেতে নূর মোহাম্মদকে সহযোগিতা করেছে গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)। আয়োজকেরা নূর মোহাম্মদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সকল খরচ বহন করবে। আজ মঙ্গলবারই নূর মোহাম্মদের পেনাং শহরে পৌঁছানোর কথা। ১০ নভেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
কৃষিতে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান। তিনি মনে করেন, তাঁর উদ্ভাবন করা পাঁচটি জাত স্বীকৃতি পাওয়ার যোগ্য। এগুলো হলো, এনএমকেপি-১ থেকে এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’।
মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিচ্ছেন রাজশাহীর স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। মালয়েশিয়ার পেনাং শহরে ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন হবে। মালয়েশিয়ার পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (প্যানাপ) আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন নূর মোহাম্মদ। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক বিজ্ঞানী হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
স্বশিক্ষিত কৃষক-বিজ্ঞানী নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া মহল্লায়। তিনি দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে খরায় ধান নষ্ট হতে দেখে গবেষণায় নেমে যান তিনি। নিজের বাড়িতেই চলতে থাকে গবেষণা। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সহযোগিতা পান নূর মোহাম্মদ। হেলাল উদ্দিনের কাছ থেকে তিনি হাতে-কলমে এ সংক্রান্ত জ্ঞান অর্জন করেন।
এরপর একের পর এক নতুন জাতের ধানের কৌলিক সারি উদ্ভাবন করেন নূর মোহাম্মদ। এখন প্রতি মৌসুমেই তাঁর জমিতে পরীক্ষামূলক ধানের চাষ হয়। এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। তাঁর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
মালয়েশিয়ার সম্মেলনে যেতে নূর মোহাম্মদকে সহযোগিতা করেছে গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)। আয়োজকেরা নূর মোহাম্মদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সকল খরচ বহন করবে। আজ মঙ্গলবারই নূর মোহাম্মদের পেনাং শহরে পৌঁছানোর কথা। ১০ নভেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
কৃষিতে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান। তিনি মনে করেন, তাঁর উদ্ভাবন করা পাঁচটি জাত স্বীকৃতি পাওয়ার যোগ্য। এগুলো হলো, এনএমকেপি-১ থেকে এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’।
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৬ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৭ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৭ ঘণ্টা আগে