নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।
আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকার মধ্যে পড়ে না।’
রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘গাড়িটি আমাদের এসি (ল্যান্ড)-এর ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। সামনে এসে হার্ড ব্রেক করে স্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।’
ইউএনও বলেন, ‘এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছেন। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজখবর রাখছি।’
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।
আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকার মধ্যে পড়ে না।’
রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘গাড়িটি আমাদের এসি (ল্যান্ড)-এর ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। সামনে এসে হার্ড ব্রেক করে স্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।’
ইউএনও বলেন, ‘এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছেন। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজখবর রাখছি।’
যশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের...
৩ মিনিট আগেরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
৩৯ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
১ ঘণ্টা আগে