Ajker Patrika

৩ দফা দাবিতে রাবিতে ফিশারিজ সমিতির মানববন্ধন

রাবি প্রতিনিধি
৩ দফা দাবিতে রাবিতে ফিশারিজ সমিতির মানববন্ধন

ফিশারিজ কাউন্সিল গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিশারিজ সমিতি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করা হয়। 

সংগঠনের বাকি দুই দাবি হলো–মৎস্য ও মৎস্য পণ্য আইন-২০২৩ এর ৬ষ্ঠ অধ্যায়ের ২০ নম্বর অনুচ্ছেদের নীতিমালা বাতিল এবং মৎস্য ও মৎস্যজাত যেকোনো পণ্যের আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পণ্যের ‘প্রক্সি মেট কম্পোজিশন’ সার্টিফিকেট বা অনুমোদন DOF এবং মৎস্যবিজ্ঞানীদের হাতে দিতে হবে। 

মানববন্ধনে ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘বাংলাদেশে যদি ফিশারিজ সেক্টরের কোনো অবদান না থাকত বা অবনতির দিকে যেত, তবে এই সেক্টরে অন্য বিভাগের হস্তক্ষেপ করা যৌক্তিক ছিল। ফিশারিজ গ্র্যাজুয়েটদের ভূমিকায় মৎস্য খাত আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।’ এর পরেও এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। 

ফিশারিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ফুড ফর দা হাংরি এর মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘কোনো বিষয়ে বিশেষজ্ঞ ছাড়া অন্যরা এই বিষয়ে পরামর্শ দিতে পারে না। ফিশারিজে বিশেষজ্ঞরাই মৎস্য বিষয়ে পরামর্শ দিতে পারেন। এর ব্যতিক্রম ঘটলে মৎস্য ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। আর এই বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।’ 

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জিসান। উপস্থিত ছিলেন–ফিশারিজ বিভাগের অধ্যাপক ইয়ামিন হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডল, সহযোগী অধ্যাপক শাম্স মুহা. গালিব, ড. আকতার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত