Ajker Patrika

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৩: ০০
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী আমবাগানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) এবং মনকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক, মেরিনা বেগম এবং সেমিয়ারা বেগম গৃহিণী।

চককীর্তি ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য শামীম রেজা জানান, সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। একই সময় সেমিয়ারা বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, শিবগঞ্জে বজ্রপাত ঠেকাতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু জায়গায় বজ্রপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গায় এই প্রতিরোধক স্থাপন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত