Ajker Patrika

সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে আগামী ১২ মার্চ। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহেদ বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন সোনামসজিদ মহদীপুর ইমিগ্রেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল তিনটার দিকে তিনি সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এর উদ্বোধন করবেন।’

এর আগে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

জানা গেছে, সোনামসজিদ রুট দিয়ে বছরে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াত করেন। ইমিগ্রেশন বন্ধ থাকায় এই অঞ্চলের লোকজনকে আড়াইশ কিলোমিটার পথে ঘুর যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোয় বেশি লাগছে। সোনামসজিদ চেকপোস্ট চালু হলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদীপুর স্থলবন্দর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত