Ajker Patrika

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নাটোর দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম (৩৯) উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মণ্ডলের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, জমিজমা লিখে না দেওয়ায় শ্বাসরোধে বাবাকে হত্যার অভিযোগে আসামির বোন আর্নিকা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ১১ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ, তার ভাই মোরশেদুল দীর্ঘদিন ধরে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ ও ভয়ভীতি ছাড়াও মারধর করতেন। এ নিয়ে স্থানীয় সালিস-বৈঠক হলেও এর কোনো কর্ণপাত করেননি মোরশেদুল। ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাবার শয়ন কক্ষে গিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন মোরশেদুল। এতে তাঁর বাবা অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

এ ঘটনায় মামলা হলে পরদিন ১১ আগস্ট আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন। শুনানি শেষে মঙ্গলবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত