প্রতিনিধি, রাজশাহী
টানা ১৯ দিন ভর্তি থাকার পর হাসপাতাল ছেড়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত ২১ আগস্ট থেকে তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তাঁকে ছুটি দেন। তারপর পরিবারের সদস্যরা একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা-সংবলিত অ্যাম্বুলেন্সে নিয়ে রাজশাহীতে রওনা হন।
তাঁর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবা হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ না হলেও এখন বড় ধরনের সমস্যা নেই। তাই চিকিৎসকেরা ছুটি দিয়েছেন। এখন বাড়িতে থেকেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলবে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেন হাসান আজিজুল হক। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০০৪ সালে তিনি অবসর নেন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় শিক্ষকদের আবাসিক এলাকায় নিজের বাড়িতেই থাকেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া ১৯৯৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি। ২০১৮ সালে তাঁকে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে ‘সাহিত্যরত্ন’ উপাধি দেওয়া হয়।
টানা ১৯ দিন ভর্তি থাকার পর হাসপাতাল ছেড়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত ২১ আগস্ট থেকে তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তাঁকে ছুটি দেন। তারপর পরিবারের সদস্যরা একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা-সংবলিত অ্যাম্বুলেন্সে নিয়ে রাজশাহীতে রওনা হন।
তাঁর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবা হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ না হলেও এখন বড় ধরনের সমস্যা নেই। তাই চিকিৎসকেরা ছুটি দিয়েছেন। এখন বাড়িতে থেকেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলবে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেন হাসান আজিজুল হক। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০০৪ সালে তিনি অবসর নেন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় শিক্ষকদের আবাসিক এলাকায় নিজের বাড়িতেই থাকেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া ১৯৯৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি। ২০১৮ সালে তাঁকে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে ‘সাহিত্যরত্ন’ উপাধি দেওয়া হয়।
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২৫ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেমোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৪১ মিনিট আগে