Ajker Patrika

ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১২ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২১ জুন ২০২২, ১৮: ০৩
Thumbnail image

পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মালবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লেগুনাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জুন) বেলা ৩টার দিকে মহাসড়কের পুঠিয়া সদর এলাকার কাঠালবাড়িয়া-ঘোষ পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে ও লেগুনাচালক শামসুজ্জামান (৩৫) ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাশেদুল ইসলাম (৪৫)। 

র্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনাএ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তাছের আলী নামের এক ব্যক্তি বলেন, মালবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী লেগুনা নাটোর থেকে বানেশ্বর যাচ্ছিল। পথে মহাসড়কের ঘোষ পুকুরপাড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক-হেলপার পালিয়ে গেলেও লেগুনার দুজন মারা গেছেন। আর বাকি সব যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘রাশেদুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজন রামেক হাসপাতালে যাওয়ার পথে মারা গেছেন। আর বাকি ১২ জনের অবস্থাও গুরুতর। তাঁদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

পবা হাইওয়ে পুলিশের (শিবপুর থানা) ওসি মোফাকারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে দুজন মারা গেছেন। আর যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত