Ajker Patrika

বিএনপি নেতাদের ষড়যন্ত্র আর কাজে আসবে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ ও নিয়ামতপুর প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২০: ১২
বিএনপি নেতাদের ষড়যন্ত্র আর কাজে আসবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আওয়ামী লীগের শক্তি জনগণ ও দেশের উন্নয়ন। বিএনপি নেতাদের কোনো ষড়যন্ত্রই এ দেশে আর কাজে আসবে না। তারা (বিএনপি) সব সময় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে।’ 

আজ বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে সাদাপুর খড়িবাড়ী উচ্চবিদ্যালয়ে জাতীয় শোক দিবসের সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় দেশি-বিদেশি চক্রান্ত ছিল। এ হত্যাকাণ্ড স্বাধীনতার ওপর বড় আঘাত। ইনডেমনিটির মাধ্যমে হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেছিল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’ 

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খেলা তো আর এমনি এমনি হয় না। খেলা জমাতে হলে খেলোয়াড় হতে হবে। নির্বাচনে আস, খেলা হবে। দূর থেকে ষড়যন্ত্র করে লাভ নেই।’ 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘রাজপথ দখলের যে অপচেষ্টা বিএনপি চালাচ্ছে, তা কখনো সফল হবে না। রাজপথ কীভাবে দখলে রাখতে হয়, তা আওয়ামী লীগ জানে।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা শেখ হাসিনাকে হত্যাসহ নানা ষড়যন্ত্র করছে। জনগণ তাদের সে আশা পূরণ হতে দেবে না। তাদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শোক দিবসের সভায় খাদ্যমন্ত্রী। ছবি: আজকের পত্রিকাখাদ্যমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের হয়রানি করেনি। বিএনপির নেতা-কর্মীরা মায়ের কোলে আছে।’ 

বিএনপির এক দফা কী, জনগণ জানতে চায় উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর আসবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অবসান হয়েছে আদালতের নির্দেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবে।’ তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের পথ বেছে নিতে জনগণের প্রতি আহ্বান জানান। 

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত