Ajker Patrika

মনোনয়ন প্রত্যাহারে বন্দুক ঠেকিয়ে স্বাক্ষর নেওয়া সেই তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
Thumbnail image

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর নিকট থেকে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি শামসুজ্জামান মোহনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মোহন রহিমানপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া বাজার এলাকা থেকে মোহনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে জামনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী মোহনের বিরুদ্ধে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে বাগাতিপাড়া মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দুটি সাদা রঙের হাইচ মাইক্রোবাসে মোহনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক জামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর হাঁপানিয়া গ্রামের বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এ সময় তারা তাঁর নাম ধরে গালিগালাজ করতে থাকে। বাড়িতে গোলাম রাব্বানীকে না পেয়ে তারা ফিরে যায় ও জামনগর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের ওপর গিয়ে তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে জোর করে গাড়িতে তুলে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর করে নেয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, জামনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর নিকট থেকে জোর পূর্বক মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে, নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা ফেরদৌস আলম জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়ন প্রত্যাহার হয়নি। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত