নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। কেউ যেন আইনের আশ্রয় নিতে বৈষম্যের শিকার না হন। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগও হবে না।’
গতকাল রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে। সে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ড. হুমায়ূন কবীর বলেন, ‘প্রকল্পের নকশা তৈরির সময় সচেতন থাকতে হবে। নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে, পণ্যের গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ প্রক্রিয়ায় করতে হবে।’ তিনি স্থানীয়দের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে। এটা আরও দুই মাস থাকতে পারে। চলতি বছর যারা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা মিস করবে, তারা আর এটা নিতে পারবে না। কারণ, পরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা অংশ নেন। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। কেউ যেন আইনের আশ্রয় নিতে বৈষম্যের শিকার না হন। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগও হবে না।’
গতকাল রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে। সে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ড. হুমায়ূন কবীর বলেন, ‘প্রকল্পের নকশা তৈরির সময় সচেতন থাকতে হবে। নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে, পণ্যের গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ প্রক্রিয়ায় করতে হবে।’ তিনি স্থানীয়দের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে। এটা আরও দুই মাস থাকতে পারে। চলতি বছর যারা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা মিস করবে, তারা আর এটা নিতে পারবে না। কারণ, পরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা অংশ নেন। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে