চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সোনালী ব্যাংক শাখার হিসাব নম্বরে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। এ বিষয়ে অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন।
সোনালী ব্যাংকের চারঘাট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানিক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসেবে হস্তান্তর করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও সেভাবে দেওয়া হয়ে থাকে। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসাব খোলা রয়েছে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের নির্ধারিত তারিখে ২০ হাজার টাকা সম্মানী ভাতা প্রত্যেকের ব্যাংক হিসাবে জমা হয়ে থাকে। মোবাইলের বার্তার মাধ্যমে হিসাবধারীরা ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। কিন্তু এ মাসে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন তাঁদের হিসাব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্মানী ভাতা না পাওয়া বীর মুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন ও খোদাবক্সসহ অনেকে জানান, তাঁরা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতা তাঁদের ব্যাংক হিসাবে জমা হয়নি। তাঁরা উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। খোঁজ খবর নিয়ে তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রণয়ন করেছে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের ব্যাংক হিসেবে সম্মানী ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাঁদের নামে ভাতা আসেনি তাঁরা শুধু গেজেটভুক্ত আছেন। ওই গেজেট জামুকা অনুমোদন দেয়নি। এ অবস্থায় তাঁদের নাম স্ব-স্ব উপজেলায় যাচাই-বাছাইয়ের জন্য পাঠালেও ওই প্রতিবেদনে জামুকা সন্তুষ্ট নয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’
সোনালী ব্যাংক লিমিটেডের চারঘাট শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার শাখায় ওয়ারিশসহ ৩১৪ জনের মধ্যে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ব্যাংক হিসেবে গত ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে আমি কোনো চিঠিও পাইনি।’
রাজশাহীর চারঘাটে সোনালী ব্যাংক শাখার হিসাব নম্বরে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। এ বিষয়ে অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন।
সোনালী ব্যাংকের চারঘাট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানিক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসেবে হস্তান্তর করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও সেভাবে দেওয়া হয়ে থাকে। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসাব খোলা রয়েছে।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের নির্ধারিত তারিখে ২০ হাজার টাকা সম্মানী ভাতা প্রত্যেকের ব্যাংক হিসাবে জমা হয়ে থাকে। মোবাইলের বার্তার মাধ্যমে হিসাবধারীরা ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। কিন্তু এ মাসে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন তাঁদের হিসাব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্মানী ভাতা না পাওয়া বীর মুক্তিযোদ্ধা ইমরান আলী, আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন ও খোদাবক্সসহ অনেকে জানান, তাঁরা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতা তাঁদের ব্যাংক হিসাবে জমা হয়নি। তাঁরা উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। খোঁজ খবর নিয়ে তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রণয়ন করেছে। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের ব্যাংক হিসেবে সম্মানী ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাঁদের নামে ভাতা আসেনি তাঁরা শুধু গেজেটভুক্ত আছেন। ওই গেজেট জামুকা অনুমোদন দেয়নি। এ অবস্থায় তাঁদের নাম স্ব-স্ব উপজেলায় যাচাই-বাছাইয়ের জন্য পাঠালেও ওই প্রতিবেদনে জামুকা সন্তুষ্ট নয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’
সোনালী ব্যাংক লিমিটেডের চারঘাট শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার শাখায় ওয়ারিশসহ ৩১৪ জনের মধ্যে ১৭ জন বীর মুক্তিযোদ্ধার ব্যাংক হিসেবে গত ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে আমি কোনো চিঠিও পাইনি।’
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
২০ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
৩৭ মিনিট আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে