Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের কার্যালয়ে আগুন। ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের কার্যালয়ে আগুন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। পরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা।

আজ বৃহস্পতিবার শহরের পাঠানপাড়া ওয়ালটন মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয়।

এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। এর কিছুক্ষণ পর হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত