Ajker Patrika

আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ০৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আওয়ালগাড়ী নদীরকল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রবিউল ইসলাম আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় রাস্তার পাশে কেটে রাখা সরিষা ভ্যানে ওঠাচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে আসা একটি প্রাইভেট কার সরিষার ভ্যানে ধাক্কা দিলে রবিউল সড়কে পড়ে যান। তখন প্রাইভেট কারটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালক নিহতের ঘটনায় থানায় (আজ রোববার দুপুর) এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত