নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে গত সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। আগামীকাল বুধবার দুই জেলার শ্রমিক নেতাদের সভা হবে। এর আগে বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় যেতে খরচও বেশি হচ্ছে। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।
আজ সকালে রাজশাহী নগরের দড়িখড়বোনা মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিদিন তিনি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে অফিস করতে যান। অফিস শেষে আবার ফিরে আসেন। গতকাল সোমবার বাস না পেয়ে লম্বা সময় ধরে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছেন। আজও অফিসে যেতে হচ্ছে অটোরিকশায়।
বাস শ্রমিকেরা জানিয়েছেন, দুই জেলার শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন বাসে চাঁপাইনবাবগঞ্জে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্বাস দিয়েছিল, আর মারধর করা হবে না। কিন্তু গতকাল সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে ছয়জন শ্রমিককে মারধর করা হয়।
এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকেরা। চাঁপাইনবাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না। বাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুই পক্ষ বসব। তারপর আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এর আগে বাস চলবে না।’
শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে গত সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। আগামীকাল বুধবার দুই জেলার শ্রমিক নেতাদের সভা হবে। এর আগে বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় যেতে খরচও বেশি হচ্ছে। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।
আজ সকালে রাজশাহী নগরের দড়িখড়বোনা মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিদিন তিনি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে অফিস করতে যান। অফিস শেষে আবার ফিরে আসেন। গতকাল সোমবার বাস না পেয়ে লম্বা সময় ধরে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছেন। আজও অফিসে যেতে হচ্ছে অটোরিকশায়।
বাস শ্রমিকেরা জানিয়েছেন, দুই জেলার শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন বাসে চাঁপাইনবাবগঞ্জে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্বাস দিয়েছিল, আর মারধর করা হবে না। কিন্তু গতকাল সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে ছয়জন শ্রমিককে মারধর করা হয়।
এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকেরা। চাঁপাইনবাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না। বাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুই পক্ষ বসব। তারপর আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এর আগে বাস চলবে না।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগে