সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন মুন্সি জাহেদ আলম। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাঁর আবেদন আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে দলীয় ফোরামে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে তাঁর এই অব্যাহতি চাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, থেকে থাকলে তা কী, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অব্যাহতিপত্রে মুন্সি জাহেদ আলম উল্লেখ করেন, ‘এক নেতার এক পদের নির্দেশনা থাকার কারণে আমাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল চাই। যে কারণে আমাকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’
জাহেদ আলম আরও উল্লেখ করেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব অর্পণ করেন। আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল হতে চাই। এ কারণে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিতে যেন মর্জি হয়।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির সহসভাপতি সেলিম ভূঁইয়াকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলমকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে জেলা বিএনপির পদ থেকে এই দুই নেতাকে মৌখিকভাবে অব্যাহতি দেয় জেলা বিএনপি।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন মুন্সি জাহেদ আলম। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাঁর আবেদন আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে দলীয় ফোরামে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে তাঁর এই অব্যাহতি চাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, থেকে থাকলে তা কী, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অব্যাহতিপত্রে মুন্সি জাহেদ আলম উল্লেখ করেন, ‘এক নেতার এক পদের নির্দেশনা থাকার কারণে আমাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল চাই। যে কারণে আমাকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’
জাহেদ আলম আরও উল্লেখ করেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব অর্পণ করেন। আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল হতে চাই। এ কারণে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিতে যেন মর্জি হয়।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির সহসভাপতি সেলিম ভূঁইয়াকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলমকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে জেলা বিএনপির পদ থেকে এই দুই নেতাকে মৌখিকভাবে অব্যাহতি দেয় জেলা বিএনপি।
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
৬ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বিএনপির এক পক্ষের গণমিছিলে অপর পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় আক্রান্ত পক্ষ।
১০ মিনিট আগেকক্সবাজারের রামুতে বন বিভাগের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থান নিয়েছে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পটে গত বৃহস্পতিবার বিকেলে দুই দপ্তরের কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কির একটি ভিড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগেমোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তাঁরা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’
১ ঘণ্টা আগে